× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

তালা উপজেলা পরিষদে সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকেল ৪টায় তালা উপজেলা পরিষদ কক্ষে এক সাংবাদিক সম্মেলন আহবান করেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সাংবাদিকদের নিকট লিখিত বক্তব্যে তিনি বলেন, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সদস্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে গত ২৩ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে যে লিখিত বক্তব্য তিনি উপস্থাপন করেছেন কিংবা ২৪ মার্চ তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি প্রদান করেছেন- এসকল বক্তব্য মিথ্যা, কল্পনা প্রসুত, মনগড়া ও বাস্তবতা বর্জিত। তিনি বলেন, তার নিজের গর্হিত অপরাধ ও অপকর্ম সমূহ ঢাকতে অন্যের উপর দোষারোপ করে চলেছেন।

ওয়ার্কাস পার্টি থেকে নিজ অপকর্মের দায়ে বহিস্কৃত হয়ে আওয়ামীলীগে যোগদানের পর থেকেই আওয়ামীলীগ রাজনীতিতে সর্বসময়ে দ্বিধাদ্বদ্ধ ও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তালার খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী প্রণব ঘোষ বাবলু তার ব্যক্তিগত অযোগ্যতা, ইউনিয়নবাসীর উপর বিগত দিনে সীমাহীন নির্যাতন, জেল জুলুম সহ দালালী, পুলিশি হয়রানী ইত্যাদি কারনে ইউনিয়নবাসীকে অতিষ্ট করে তোলায় জনগন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নির্বাচনে পরাজয়ের পর নিজের অপকর্ম ঢাকতে সে এখন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকৃত সত্য ঘটনা অন্বেষনে দলীয় ভাবে কিংবা গোপনে গোয়েন্দা সংস্থার দ্বারা তদন্ত অন্তে দোষী ব্যক্তিদের চি‎িহ্নত করে শাস্তির দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..