বেনাপোল প্রতিনিধি: একাধিক বিবাহের কারনে ঝিনাইদাহের কোটচাঁদপুর থানা থেকে বিতাড়িত যশোররের নওয়াপাড়া থেকে চাঁদাবাজি এবং ছিনতাই করতে যেয়ে অভয়নগর থানার পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়া মোফাজ্জেল হোসেন রেজভি (৭০) ২০ দিন হাজত খেটে বেনাপোল পোর্ট থানার সামনে দোকান দিয়ে অনৈতিক কাজ করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
বেনাপোল পোর্ট থানার সামনে সে তার মেয়ের বয়সী শাহনাজ নামে একটি নড়াইলের মেয়েকে বিয়ে করে সামনে মুদি দোকান পিছনে একটি বেড পেতে কি ব্যাবসা করে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তার মুদি দোকানের পিছনে ট্রাকের বিভিন্ন হেলপার ড্রাইভাররা সময় অসময় যাতায়াত করে।
এলাকার একটি সুত্র জানায় রেজভি তার ছোট স্ত্রীকে নিয়ে এখানে ব্যাবসা বানিজ্য করায় এলাকার বিভিন্ন লোকের নিকট থেকে প্রতারনার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে গত ১ বছরে অন্তত ১০ বার সালিশ বিচার হয়েছে। এ ছাড়া প্রতিদিন বেনাপোল পোর্ট থানার সামনে প্রকাশ্যে একটার পর একটা গন্ডগোল করে চলেছে । এলাকার মানুষ রেজভিকে একটি বেয়াদপ লোক উল্লেখ করেছে। অনেকে অভিযোগ করে বলেন, সে এখানে দোকান দেওয়ার পর বিভিন্ন অঞ্চল থেকে আসা ভ্রাম্যমান পতিতারা তার দোকানের সামনে ঘোরাফেরা করে। তা ছাড়া তাকে ও একাধিক মেয়েদের সাথে আলাপচারিতায় দেখা যায়।
সম্প্রতি বেনাপোলের দৈনিক অনির্বানের সাংবাদিক তামিম হোসেন সবুজ তার ৫ মাসের পত্রিকা বিল চাইতে গেলে তার সাথে অসৌজন্যমুলক আচারন করেন। এবং তার নামে মিথ্যা মামলা করার জন্য সে সার্টিফিকেটর জন্য বিভন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ঘোরাফেরা করছে।
একটি সুত্র জানায় বেনাপোল পোর্ট থানায় রেজভি মামলা করার জন্য গেলে থানার অসি জানায় আপনাকে মেরেছে তার প্রমান লাগবে সার্টিফিকেট তাছাড়া তো মামলা নেওয়া যাবে না। সে অনুযায়ি রেজভি পাগল হয়ে তাকে মেরেছে এরকম সার্টিফিকেট খুজতে বিভিন্ন চিকিৎসালয়ে ধর্না দিচ্ছে টাকা নিয়ে।