14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর প্রকাশ্যে তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব , CMF এ মানববন্ধন  

Link Copied!

গাজীপুর প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব , CMF মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ ।
শনিবার ( ৯ আগস্ট)  দুপুরের  মৌলভীবাজারের  স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে  এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন ।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দরা তাদের বক্তব্যে বলেন এ বর্বরোচিত হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকরা আরো বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,  মৌলভীবাজার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি   সরওয়ার আহমদ,সাধারন সম্পাদক নুরুল ইসলাম শেফুল ,  মওসুফ এ  চৌধুরী সম্পাদক দেশপক্ষ , সালেহ এলাহি কুটি  দেশ টিভি, সালাউদ্দিন ইবনে শিহাব সাম্পাহিক পূর্বদিক সহকারি সম্পাদক, আফরোজ আহমদ যমুনা টিভি , এম এ রব ,  হোসাইন আহমদ  দৈনিক যুগান্তর  ও এস এ টিভি, ওমর ফারুক নাঈম ডিবিসি ও কালবেলা, আশরাফ  আলী জিটিবি, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জাফর ইকবাল, গণজাগরণ নির্বাহী সম্পাদক আনকার আহমদ শমসাদ , ক্রিয়া সংগঠক এইচ এম মোস্তাক আহমদ , রুমান আহমদ দেশের কষ্ঠ, শাহ নেওয়াজ চৌধুরী সুমন বাংলাদেশের খবর প্রমূখ ।
http://www.anandalokfoundation.com/