× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এম. নাসিমুল হাই এফসিএস  ও জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

১৬ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।

এই নতুন কার্যভার গ্রহণের আগে তিনি ২০১৩-২০১৬ মেয়াদে ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ২০১০-২০১৩ মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ এই তিনটি মেয়াদে ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনাব এম. নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি- তে উপ ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল/বাংলাদেশ- এর গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সভায় ইনস্টিটিউটের কাউন্সিল জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস- কে ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-তে উপ মহা ব্যবস্থাপক ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। ২০০৬ সাল থেকে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ২০০২ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

এছাড়া জনাব এ কে এম মুশফিকুর রহমান এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং  জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..