× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

সুমন দত্ত

ইংলিশ রোডে এসএ পরিবহণের নিকটে শাড়ি থ্রিপিস জব্দ

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে ইংলিশ রোডের এস এ পরিবহণের অফিস সংলগ্ন সড়ক থেকে থ্রি-পিস ও শাড়ি জব্দ করেছে পুলিশ। ভ্যানে ডেলিবারকৃত এসব মালামালের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে বংশাল পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় এস এ পরিবহণের জেনারেল ম্যানেজার সেখানে উপস্থিত ছিলেন। তিনি এসব পণ্য জব্দ করতে পুলিশকে বাধা দিচ্ছিলেন। পুলিশ তার কাছে এসব মালামালের নথি চাইলে তিনি তা দেখাতে পারেননি।

সড়কে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এসব পণ্যের যথাযথ নথি দেখাতে পারলে আমরা এর প্রকৃত মালিক কে ফিরিয়ে দেব। এই মুহূর্তে আমরা এসব পণ্য তালিকা করে রেখে দিচ্ছি।

পুলিশের সন্দেহ এসব পণ্য দেশের বাহির থেকে লুকিয়ে আনা হয়েছিল। জব্দকৃত মাল শাড়ি ও থ্রিপিস। যার সর্বমোট সংখ্যা ৪৭০। আনুমানিক মূল্য ৮ লক্ষের অধিক।

পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে।


এ ক্যটাগরির আরো খবর..