× Banner
সর্বশেষ
ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র

পিআইডি

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে -বস্ত্র ও পাট মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে দেশের শিক্ষার্থীরা বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ।

আজ ঢাকায় নটরডেম কলেজ ইংলিশ ক্লাব আয়োজিত সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ব্যক্তি জীবন কিংবা কর্মজীবনে সফল হতে হলে ইংরেজি শেখার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে ব্যাপক দক্ষতা অর্জন করছে। বর্তমান শিক্ষার্থীদের অব্যাহত চর্চার মাধ্যমে ইংরেজি ভীতি দূর হয়ে কর্মজীবনে আরো সফলতা অর্জন করতে সক্ষম হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না। পাকিস্তান আমলে বাঙালিদের কোন অধিকার ছিলো না। পাকিস্তানিরা সব সুবিধা ভোগ করত কিন্তু আমরা বাঙালিরা সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হতাম। আমরা যদি স্বাধীনতা না পেতাম তাহলে আমরা কখনো ভালো চাকরি পেতাম না।

নটরডেম কলেজের স্মৃতিচারণ করে মন্ত্রী আরো বলেন, একসময় এই কলেজে আমি পড়েছি। তখন এ কলেজে ইংরেজি ক্লাব ছিলো না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এটা সবার জানা দরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ইংরেজি ভাষা দক্ষতার সাথে জানতে হবে। অনেক শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল আবার অনেক শিক্ষার্থী ইংরেজি ভয় পায়। তবে ইংরেজি ভাষা চর্চার মাধ্যমে আরোভালো করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।


এ ক্যটাগরির আরো খবর..