× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

রংপুরে পেট্রোল বোমা হামলার বিচার শুরু

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর নামক স্থানে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করা হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহন শুরু হয়।

রবিবার  সকাল সাড়ে ১১ টায় মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের আংশিক সাক্ষ্য গ্রহনের মধ্যে মামলার আনষ্ঠানিকতা শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাদীর সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছেন আদালত। সরকার পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল মালেক জানান, রংপুরের ইতিহাসে চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্য্য যাতে বিঘ্ন না ঘটে এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি করা যায় সে লক্ষ্যে রাষ্ট্র পক্ষ প্রস্তুত থাকবে।

চাঞ্চল্যকর এ মমামলায় বাদীসহ ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবার জন্য আসেন। কিন্তু আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা মামলায় সাক্ষীদের জেরা না করে স্থাগিতাদেশ চান। পরে আদালত কারন জানতে চাইলে আইনজীবিরা জানায় মামলার ব্যাপারে সাক্ষীদের জেরা করার জন্য প্রস্তুতি নন তারা। পরে বিজ্ঞ আদালত আগামী ৫ নভেম্বর পর্যন্ত বিচার কার্য্য মুলতবি ঘোষণা করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী নৈশকোচ খলিল পরিবহন রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরের বাতাসন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় ঘটনা স্থলেই মারা যান ৪ জন। রংপুর মেডিকেল হাসপাতালে ৪০ জন আহত যাত্রীকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুই জন। পরে চলতি বছরের ১৭ মে জামায়াত-শিবিরের ১৩২ জন নেতা-কর্মীকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। উক্ত মামলায় গ্রেফতার হয়েছে ৫১ জন।  তারা বর্তমানে কারাগারে রয়েছেন। এদিকে বাকি ৮১ জন পলাতক আসামিকে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।


এ ক্যটাগরির আরো খবর..