13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক দিবস-২০১৬

admin
August 28, 2016 6:42 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধি: মধুখালী উপজেলা আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার সময় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক দিবস উপলক্ষে এক মতামত সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন মৃধা মো: বদিউজ্জামান বাবলু। এ সময় সভায় বক্তব্য দেন এস.এম.সির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা: শওকত আলী লিটন, মো: ইজাজ আহম্দে ডাবলু, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কনা দাস, বাবু অজিত কুমার বিশ্বাস, ছাত্র ছাত্রীর অভিভাবকদের ভোটে বিজয়ী সদস্য কাজী তারিক হোসেন, মোঃ রইজ শেখ, মো: আমির শিকদার, পিটিএ কমিটির সদস্য মৃধা মো: নজিরুল ইসলাম বলেন, পিতা মাতা তার ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বসূলভ ব্যবহার করবেন যাতে সম্পর্কের অবনতি না হয় এবং ভাল শিক্ষার্থী গড়ে তোলা যায়।

শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণীর ছাত্র অলোক বিশ্বাস। অষ্টম শ্রেণীর ছাত্রী নূরে জান্নান বুশরা- এরা বলেন শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে একজন ভাল শিক্ষার্থীগড়ে তোলা সম্ভব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের অভিভাবক, সদস্য, অভিভাবকবৃন্দ এবং ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক, সঞ্জয় কুমার বিশ্বাস। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মো: হাফিজুর রহমান। শিক্ষার্থী এবং অভিভাবকদের বক্তব্য শুনে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে তার গঠনমূলক বক্তব্যদেন। এবং বলেন তাদের শিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যাতে অত্র স্কুলের ছাত্র ছাত্রীদের জেএসসি এবং এসএসসির ভাল ফলাফল করাতে পারেন সেই আশা রেখে মত বিনিময় সহ শেষ করেন।

http://www.anandalokfoundation.com/