13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বামীদের রক্ষায় মাঠে স্ত্রীরা !

admin
August 14, 2015 10:40 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল দেলোয়ার হুসাঈন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দোয়ায় ২০১৩ সালের ২৮ শে ফেব্রুয়ারি জামাত-শিবিরের নেতা কর্মীদের তাণ্ডব ও নাশকতার মামলায় রংপুরে জামায়াতের অনেক নেকা এখন কারাগারে বন্দী। আবার গ্রেফতার এড়াতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও আত্মগোপনে রয়েছে। তারপরও থেমে নেই জামায়াতের দলীয় কার্যক্রম। তবে প্রকাশ্যে নয়, এবার গোপনে বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের সংগঠিত করছেন জামাত নেতাদের স্বামী ভক্ত স্ত্রীরা।

স্বামীদের রক্ষায় জামিনসহ জনমত তৈরির বিষয়ে কোন মুহূর্তে কী করতে হবে- স্বামীদের দেওয়া এ দিকনির্দেশনাও কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন বাহক হিসেবে । এমন তৎপরতা বেশি চলছে জামায়াত অধ্যুষিত নগরী মিঠাপুকুর উপজেলায়। যেখানে উপজেলা নির্বাচনে তিনটি পদেই জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এ কাজে নেতৃত্ব দিচ্ছেন। বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলেছে। তবে জামায়াত নেতাদের স্ত্রীদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, কর্মীদের সক্রিয় করার কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের মহিলাবিষয়ক সেক্রেটারি মোর্শেদা বেগম। তার স্বামী উপজেলা জামায়াতের সদস্য ও স্কুলশিক্ষক জয়নাল আবেদীন নাশকতার মামলায় কারাগারে বন্দী। মোর্শেদাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, এমন তথ্য পাওয়ার পর জামায়াত নেতাদের স্ত্রীদের নজরদারিতে রাখা হয়েছে। তবে তারা বড় ধরনের কিছু করার সাহস পাবে না। গত ৫ জানুয়ারি-পরবর্তী জামায়াত-শিবির মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও সদর উপজেলায় ব্যাপক নাশকতা চালায় তারা। তবে জামাত-শিবির এমন সুকৌশল অবলম্বন করলে আবারও বড় ধরনে ক্ষতির আশংকা বিশিষ্টজনদের।

http://www.anandalokfoundation.com/