× Banner
সর্বশেষ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ   বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি বিদেশি মদ ও কসমেটিক্স সমগ্রী আটক বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ চিংড়ী ব্যবসায়ী কে জরিমানা এবং পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।  বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি নিশ্চিত করা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন পর্যটন খাতে উন্নয়োন ও সেবা সহজীকরণ নিশ্চিতে মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

পিআইডি

গৌরনদীতে বিরোধপূর্ণ জমিতে ফিলিং স্টেশন নির্মাণ আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
আদালতের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে বিরোধপূর্ণ জমিতে একটি পক্ষ ‘আরিফ ফিলিং স্টেশন’ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতিপক্ষ কটকস্থল গ্রামের মো.হীরা মাঝি উক্ত জমির মালিকানা নিয়ে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে ট্রাইব্যুনালের বিচারক বিরোধপূর্ণ জমির উপর সকল কার্যক্রম স্থগিতের নিদের্শ দেন।

আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার রাতে মো. হীরা মাঝি তার জমিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ফিলিং স্টেশনে যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। এ নিয়ে হারুন অর রশিদ বেপারী ও মো. হীরা মাঝি পক্ষের মধ্যে উত্তেজন বিরাজ করছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গৌরনদী উপজেলার তাঁরাকুপি মৌজার বিএস খতিয়ান নং–২৯৫ এর ৫৮ শতাংশ জমি নিয়ে ২০১৬ সালে জমির মালিকানা নিয়ে ওই গ্রামের হারুন অর রশিদ বেপারী ও আ. লতিফ বেপারী গংকে বিবাদী করে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মো. হীরা মাঝি। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৭ জুলাই ঘোষিত রায়ের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়।

পরবর্তীতে চলতি বছর ৪ আগস্ট নথি তলব ও যাচাই বাছাই শেষে বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ ফারুক হোসেন বিরোধীয় ৫৮ শতাংশ জমিতে ডিক্রির সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

মো. হীরা জানান, বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের রায়ের কপি পাওয়ার পর আরিফ ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার জন্য হারুন অর রশিদ বেপারীকে অনুরোধ করা হয়। কিন্তু হারুন অর রশিদ বেপারী আদালতের নির্দেশ অমান্য করে ফিলিং স্টেশনের কার্যক্রম চলমান রাখেন। পরবর্তীতে বুধবার রাতে আরিফ ফিলিং স্টেশনের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দেয়া হয়। ফলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য হারুন অর রশিদ বেপারী মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, ‘আমরা ৯৯৯-এ ফোন পেয়ে এসে দেখি একটি ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যে পক্ষ বেড়া দিয়েছেন, তারা জানান, বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত জমির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। আমি উভয় পক্ষকে উত্তেজিত না হয়ে কাগজপত্র নিয়ে থানায় এনে সমাধান করতে বলা হয়েছে’।


এ ক্যটাগরির আরো খবর..