14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আব্দুল ওহাব নামের এক ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌর শহরের ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে লতিফুল আলম সহিদুলের নিকট থেকে পুরাতন বাড়িসহ ৫ শতাংশ জমি ক্রয় করি। জমি ও বাড়ি ক্রয় করার সময় জমি বিক্রেতা ওই বাড়িতে বসবাস করছিলেন। বাড়ি ক্রয়ের পর সহিদুল আবেদন করেন যে, ৫ মাসের জন্য পরিবারসহ বসবাস করার সুযোগ দেন। আমি মানবিক দৃষ্টিকোন থেকে তার কথায় রাজি হয়ে বসবাসের সুযোগ দিই। এরপর আমি দেশের বাইরে চলে যায়। এ সময়ে আমার ক্রয়কৃত জমির নাম জারি করি। নামজারি হওয়ার পর জমির খাজনাও আমার নামে হাল নাগাদ করা হয়।

নির্ধারিত সময়ের পর তাকে বাড়ি ছাড়তে বললে তালবাহনা শুরু করে। তখনি আমার সন্দেহ হয় যে তার অসৎ উদ্দেশ্য আছে। এটা নিয়ে একাধিক শালিস বিচার ও থানা পুলিশ পর্যন্ত হয়েছে। প্রতিটা শালিসে সে বাড়ি ছাড়ার জন্য সময়ের আবেদন করেন। এভাবে অনেক সময় পার হলেও সে বাড়ি ছাড়ে না। এবং আমি পরবর্তিতে জানতে পারি আমার ক্রয়কৃত জমি বাবদ ব্র্যাক ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে সহিদুল তার বাবার নামে সাড়ে ৬ লক্ষ টাকা লোন নিয়েছে। উপায়ান্ত না পেয়ে আমি গ্রাম্য শালিসের মাধ্যমে ব্যাংকের সুদ মওকুফের আবেদন করে আরও ৩ লক্ষ ৫১ হাজার টাকা পরিশোধ করে ব্যাংক থেকে জমিসহ বাড়িটি মুক্ত করি।

এ বিষয়টি জানে তার বড় ভাই রাশেদুল আলম এবং এই লোনের গ্যারান্টার টিপু সুলতান, তারা এসময় ব্যাংকে উপস্থিত ছিলেন। এই জমি বাবদ ব্যাংকের লোন ও মামলা সহ আমার এ পর্যন্ত মোট ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এতো কিছুর পরও আমি আমার বাড়িসহ জমি বুঝে পাচ্ছি না। বর্তমান লতিফুল আলম সহিদুল লোক মারফৎ আমার নিকট আরও ৭ লাখ টাকা দাবি করছে, যা চাঁদাবাজির সামিল। বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি সহিদুল অনেকগুলো প্রতারণার মামলার আসামী। আমি জমি ক্রয়ের পর সহিদুল ২বার জেল খেটেছে।

বর্তমানে আদালতের শরানাপন্ন হয়ে তার নামে উচ্ছেদের মামলা করা হয় যেটা আদালতে বিচারাধীন। আসলে লতিফুল আলম সহিদুল যে একজন মামলাবাজ আমি জানতাম না। সে এ পর্যন্ত আমার নামে ৬টা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। শুধু এতেই সে ক্ষ্যন্ত হয়নি তিনি ঝিনাইদহ প্রেসক্লাবে এ পর্যন্ত ৩ টা সংবাদ সংবাদ সম্মেলন করেছে। সেখানে ঝিনাইদহের আমার প্রিয় সাংবাদিক ভাইদের নিকট আমার নামে সুদখোরসহ অনেক খারাপ অপবাদ দিয়েছে।

সে নিজের মামা ইশ^রবা গ্রামের আনোয়ার হোসেনের নিকট থেকে হাওলাদ স্বরুপ টাকা নিয়ে তার নামে সুদের মামলা দিয়ে তাকে জেলও খাটিয়েছেন। আমার জানামতে তিনি তার মামাতো ভাই জিয়াউর রহমানের নিকট থেকে টাকা নিয়ে তার নামেও সুদের মামলা দিয়েছে। এভাবে একাধিক মানুষকে সে হয়রানি করেছে। সংবাদ সম্মেলনে তার ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এবং মহা প্রতারক লতিফুল আলম সহিদুলের শাস্তির দাবি জানান।

http://www.anandalokfoundation.com/