14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত

পি আই ডি
July 20, 2025 2:31 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে বছরে ৭ (সাত) লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির লক্ষ্যে আজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট এসোসিয়েশনের (U.S Wheat Association) ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার (Joseph K.Sower) স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরো বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।

দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকোবসন (Tracey Ann Jacobson) এবং বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

http://www.anandalokfoundation.com/