আজ জুলাই ৭ তারিখ রক্তাক্ত জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে বাংলা ব্লকেড কর্মসূচি। ২০২৪ সালের এই দিনে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে ঢাকা শহর।
সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ– আর দশটা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এসব কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি ‘বাংলা ব্লকেড’।
২০২৪ সালের ৭ জুলাই বিকেল ৩টা থেকে দেশব্যাপী শুরু হয় এ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী।
শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেড। কোটাবিরোধী আন্দোলন যে বড় সংগ্রামে রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনেই।
এদিন চার দফা থেকে সরে কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা বলেন, সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। ওই সময়ের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কোটা আন্দোলনের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, খতিয়ে দেখা উচিত।
কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের তিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম ও সারজিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। নাহিদ ইসলাম বলেন, আমাদের আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদের সংবিধান দেখাচ্ছি।
এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল সাড়ে ৩টা থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।