পবিত্র ঈদুল আযহা পরবর্তী আনন্দ উপভোগ করার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া মরহুম হারুন মোল্যার সামনে খোলা মাঠে মধ্য আড়পাড়া গ্রামে আড়পাড়া ইউনিয়নের যুব সমাজের আয়োজন এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাদ্যের তালে তালে নেচে লাঠির অঙ্গি-ভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাদের আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। ঢাক আর বাধ্য যন্ত্রের শব্দে লাঠির কসরত দেখিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। এই লাঠি খেলা দেখতে ভিড় করেন ছোট-বড় সহ সকল ধরনের নারী-পুরুষ সহ পেশাজীবী মানুষেরা। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখতে সকলের পৃষ্ঠপোষকতার দাবি জানান দর্শকরা।
খেলার প্রধান অতিথি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি মৃধা মনিরুজ্জামান মনির বলেন এ খেলা আমরা র্দীঘদিন ৩০বছর হারিয়ে ফেলেছি। এ বছর এই লাঠি খেলা স্ব-পরিবার সহ এ খেলা আমাদের দেখতে ভালই লাগে। এবার আমি নিজে এসে এ খেলাটি উপভোগ করলাম আমার কাছে ভালো লেগেছে। আমি চাই প্রতি বছর এ ধরনের খেলার বিভিন্ন পর্বের আয়োজন করা হোক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী থানার এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, মধুখালী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মন্ডল সহ আরো অনেকে। এরা সকলেই এই গ্রাম বাংলার খেলা ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান এবং আগামী বছর এই খেলা আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
খেলা অনুষ্টানের সভাপতি জাকির হোসেন মন্ডল বলেন হারিয়ে যাওয়া ৩০বছর পর আমরা বছর এ খেলার আয়োজন করেছি। তবে সমাজের বৃত্তবান ব্যক্তিবর্গ আমাদের আর্থিক সহযোগীতা করে তাহলে আমরা এ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা আমরা আরও ভালোভাবে করতে পারবো। উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া মনের মানুষ জাকির হোসেন মন্ডলের সভাপতিত্বে লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মৃধা মনিরুজ্জামান মনির।
উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্ডান ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী এবং সমাজসেবক মোহাম্মাদ আলী রানা, আড়পাড়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি কবিরুজ্জামান কিবলু, তরুন শিল্পপতি হাফিজুর রহমান সাগর, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মৃধা নাজিরুল ইসলাস নান্নু, সহ হাজার হাজার নারী -পুরুষ এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেন। সবশেষে প্রথম বিজয়ী সহ খেলায় অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন। খেলাটির ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্Íান দেলোয়ার হোসেন দিলু।