14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ বুধবার (১৪ জুন) ২০২৩ রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস

ডেস্ক
June 14, 2023 8:01 am
Link Copied!

আজ বুধবার (১৪ জুন) ২০২৩ রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস : চন্দ্র সারাদিন মেষ রাশিতে গোচর করবে। চন্দ্রের পাশাপাশি রাহু ও বৃহস্পতিও মেষ রাশিতে বিরাজ করবে। এর ফলে আজ এক দিকে যেমন গজকেশরী যোগের প্রভাব থাকবে, অন্য দিকে রাহু-চন্দ্রের কারণে গ্রহণ যোগ থাকবে। এই বিচিত্র যোগ ও সংযোগের মাঝেই অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব থাকবে আজ। আজকের দিনটি কোন রাশির ভালো, কাদের খারাপ, তা জেনে নিন এখানে।

​​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​:  মেষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনার মনে আনন্দ থাকবে। অর্থ বৃদ্ধির জন্য পার্ট টাইম কাজ করার চিন্তাভাবনা করবেন। পরিবারে ধর্ম-কর্ম ও আধ্যাত্মিকতার পরিবেশ থাকবে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করবেন, তবে অবশেষে সাফল্যের ফলে আনন্দিত থাকবেন। বাড়ির রক্ষণাবেক্ষণে অর্থ ব্য়য় করতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস:  আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গোরুকে রুটির পাশাপাশি গুড় খাওয়ান।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি উৎসাহে পরিপূর্ণ থাকবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের প্রস্তুতি চলবে। বিবাহযোগ্য জাতকদের বিয়েতে আগত বাধা দূর হবে। ব্যবসায়ীদের জন্য দিন সন্তোষজনক। কাজ ও ব্যবসাকে অধিক সময় দিতে না-পারলেও কম সময়ের মধ্যেই নিজের কাজ পূর্ণ করতে সফল হবেন। ছাত্ররা পড়াশোনায় বাধার মুখে পড়বেন। পড়াশোনায় অরুচি জন্মাতে পারে। পরিবারে কোনও বিশেষ বন্ধুর আগমন সম্ভব।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। দুধ-জল দিয়ে শিবের অভিষেক করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​:  ​মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। বাড়ি, অফিস সব জায়গায় ব্যস্ত থাকবেন। ব্যস্ততার কারণে কাজ এড়িয়ে যেতে হতে পারে। দুপুর নাগাদ হঠাৎই ধন লাভের সংযোগ তৈরি হবে। জীবনসঙ্গীর জন্য ভালোবাসা বজায় থাকবে। সম্পর্কে সামঞ্জস্য থাকবে। উপহার দিয়ে জীবনসঙ্গীকে আনন্দিত করতে পারেন। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। প্রেম জীবনে উৎসাহ ও আনন্দ বজায় থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দুর্গার ৩২টি নাম জপ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে নতুন সুযোগ লাভ করবেন। বাবার সঙ্গে কোনও কারণে মতভেদ হতে পারে। তবে নিজের বাণী সংযমিত রাখতে হবে, তা না-হলে পরবর্তীকালে কষ্ট পেতে পারেন। ঘর-গেরস্থালির কাজে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আর্থিক দিক দিয়ে জীবনসঙ্গীর সমর্থন পাবেন। সামাজিক কাজে অংশীদারীত্ব বৃদ্ধি পাবে এবং অর্থ ব্যয় করতে হবে। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করতে পারবেন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকরা আজ গ্রহের সঙ্গ পাবেন। পারিবারিক বিবাদের সমাধান হবে। কর্মক্ষেত্র বিস্তার লাভ করবে। নিজের পরিশ্রমের জোরে সাফল্য লাভ করতে পারবেন সিংহ রাশির জাতকরা। সমাজে মান-সম্মান পাবেন। ভাইদের সহযোগিতায় পারিবারিক বিষয়ের সমাধান করতে পারবেন। মা-বাবার কাছ থেকে সহযোগিতা ও আশীর্বাদ লাভ করবেন। অফিসে আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। জল ও গুড় দান করা শুভ।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা জাতকরা আজ ব্যবসায় নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন ও উন্নতি করবেন। বিরোধিরা আপনা দ্বারা ঈর্ষান্বিত হবেন। তবে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ব্যবসায় কোনও সমস্যা চলতে থাকলে, তা মশ কমবে। দুপুরের পর কোনও কাজের কারণে দৌড়ঝাপ করতে হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে দূর্বার ভোগ নিবেদন করবেন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি সুখপূর্ণ ও অসাধারণ থাকবে। বাড়িকে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের ফলে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত হবে। ছাত্ররা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন। ভাই-বন্ধুদের সহযোগিতায় বাড়ির অনাবশ্যক কাজ পূর্ণ হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন, কারণ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মী স্তোত্র পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা পরিবারের কাছ থেকে সহযোগিতা লাভ করবেন। তবে এর জন্য নিজের ব্যবহার ভালো রাখত হবে আপনাদের। পরিবারের বরিষ্ঠদের কাছ থেকে পরামর্শ ও লাভ অর্জন করবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে ব্যবসায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে অবসাদ উৎপন্ন হবে। জীবনসঙ্গীর কথা শুনুন, তাঁদের রাগ ভাঙানোর চেষ্টা করুন। সন্ধ্যাবেলা কোনও শুভ কাজে অংশগ্রহণ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে ৫টি লাড্ডুর ভোগ ও দূর্বা নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। চন্দ্রের শুভ প্রভাবে আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে। ব্যবসায় বাণী ও কর্মকুশলতার জোরে আর্থিক লাভ সম্ভব। অ্যাকাউন্টিং, ব্যাঙ্কিং ও বিমার সঙ্গে জড়িত জাতকরা শুভ ফলাফল লাভ করবেন। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গে প্রেম ও সামঞ্জস্য বজায় থাকবে। শিক্ষাক্ষেত্রে এই রাশির জাতকদের প্রদর্শন ভালো হবে।
ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য আজ ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। এই রাশির জাতকরা ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মকর রাশির জাতকরা। চন্দ্রের প্রভাবে সুখ বৃদ্ধি হবে। সুসংবাদ পাওয়ায় আনন্দিত থাকবেন। বিবাহযোগ্য জাতকদের বিয়ের আলোচনা অগ্রসর হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সরস্বতীর পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা কর্মক্ষেত্রে আধিকারিকদের কাছ থেকে সহযোগিতা ও লাভ অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা ও কর্মকুশলতার লাভ তুলতে পারেন। চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন যাঁরা, তাঁরা আজ নিজের চেষ্টায় সফল হতে পারেন। আজ ব্যয় হবে। পারিবারিক ব্যয় পূর্ণ করার জন্য অর্থ ব্যয় করতে হবে। তবে বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের কারণে মানসিক অবসাদ হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস:৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়কে ভোজন করান ও অন্নদান করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। তবে এর ফলে ইচ্ছামতো সাফল্য লাভ করতে পারবেন মীন রাশির জাতকরা। আর্থিক লাভ হবে। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। মা-বাবার সেবার সুযোগ পাবেন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারেন, এক সঙ্গে বসে ভোজন করবেন। ছাত্ররা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কৃষ্ণের পুজো করুন ও জাফরানের তিলক লাগান।

http://www.anandalokfoundation.com/