13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দশক পরে মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্টের শপথ

admin
March 30, 2016 5:26 pm
Link Copied!

প্রায় পাঁচ দশক পরে মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন থিন কিউ। বুধবার রাজধানী নেপিডোতে তিনি শপথ গ্রহণ করেন। এ সময় সামরিক সরকারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইন নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

গত নভেম্বরে সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সু চি প্রেসিডেন্ট হতে না পারায় ওই পদে চলতি মাসে তার প্রাক্তন সহপাঠী থিন কিউয়ের নাম ঘোষণা করেন।

তবে সু চি জানিয়েছেন, তিনি আদতে প্রেসিডেন্টের ওপরই থাকবেন। বিশ্লেষকদের মতে, থিন কিউ হবেন একজন ছায়া প্রেসিডেন্ট। সব ক্ষমতাই থাকবে সু চির হাতে।

নতুন মন্ত্রিসভায় সু চিকে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র, প্রেসিডেন্ট অফিস, শিক্ষা ও জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকলেও ধারণা করা হচ্ছে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পরোক্ষভাবে প্রতিমন্ত্রীদের ওপর ন্যস্ত করে সব মন্ত্রণালয়ের ওপরই খবরদারি চালাবেন সু চি।

 

 

http://www.anandalokfoundation.com/