13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে ইউপি নির্বাচনের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড় ঝাপ চলছে

admin
March 1, 2016 3:24 pm
Link Copied!

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- আসন্ন ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়ে গেছে। এবারেই প্রথম ইউপি পরিষদ নির্বাচন দলগত ভাবে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে চেয়ারম্যান প্রার্থীরা তারা দলের মনোনয়ন নিশ্চিত করতে বেশ তৎপর হয়ে উঠেছে চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীরা মাঠ পর্যায়ে জনসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ দলের তৃণমুল থেকে হাই কমান্ড নেতাদের সাথে এরই মধ্যে জোড়ে সড়ে তদবির করতে শুরু করেছে। চেয়ারম্যান প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার তারা মহল্লায় বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগত অনুষ্ঠানেই গিয়ে নানা রকম উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে। দলীয় নেতাকর্মীরা তাদের নিজ নিজ দলীয় প্রার্থী নিয়ে ভাবলেও নিরপেক্ষ ভোটাররা দুনীতি গ্রস্থ ও বিতর্ক চেয়ারম্যান প্রার্থীদের আরও ক্ষমতায় দেখতে চান না। তবে তৃণমুলের সাথে যোগাযোগ রেখে যারা এলাকার উন্নয়ন করতে চান তাদেরই এবার ভোট দিতে চান সাধারণ জনগণ। আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচনের বিএনপি চেয়ারম্যান সম্ভব প্রার্থীরা হলেন ১নং পাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাড়িয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ জিল্লুর রহমান, ২নং চাড়োল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত নুরন্নবী, ৩নং ধনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা করিম উদ্দীন আহম্মেদ, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা মনসুর আলম, ৫নং দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা এমদাদ হোসেন এন্তা, ৬নং ভানোর ইউনিয়নের জামায়াত এর বিশিষ্ট নেতা ইলিয়াস আলী, ৭নং আমজানখোর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জামায়াত ইসলামের বিশিষ্ট নেতা শেখ আইয়ুব আলী, ৮নং বড়বাড়ী ইউনিয়নের সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিএম মাহবুবুর রহমান।

http://www.anandalokfoundation.com/