13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ টন প্রাকৃতিক গ্যাস নির্গমন যুক্তরাষ্ট্রে

admin
February 27, 2016 12:55 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের পাশে একটি গ্যাসক্ষেত্র থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস (মিথেন) বেরিয়ে গেছে। যা পরিবেশের ওপর ভয়ংকর প্রভাব ফেলা শুরু করেছে।

অ্যালিসো ক্যানিয়ন নামে এই প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে গ্যাস নির্মগমণ নিয়ন্ত্রণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছে প্রায় ১ লাখ টন মিথেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বেশি মিথেন কখনো বের হয়ে যায়নি। জলবায়ু পরিবর্তনে এই বিপুল মিথেন ভয়াবহ প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিবছর ৫ লাখ গাড়ির গ্যাস নির্মগমণে জলবায়ুর যে ক্ষতি হয়, অ্যাসিলো ক্যানিয়ন গ্যাসক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়া মিথেন সেই পরিমাণ ক্ষতির কারণ হবে। তা ছাড়া ২০১০ সালে মেক্সিকোয় বিপি অয়েল কোম্পানির তেলক্ষেত্র থেকে যে পরিমাণ তেল নিঃসরিত হয় এবং তাতে যে ক্ষয়ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতির কারণ হবে লস অ্যাঞ্জেলেসের মিথেন নির্মগমণ।

অ্যাসিলো ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এর ১১৫টি কূপ থেকে গ্যাস নির্গত হয়েছে। গ্যাস নিঃসরণের ঘটনা ২৩ অক্টোবর প্রথম শনাক্ত হয়।

http://www.anandalokfoundation.com/