পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। প্রভু যীশুর শান্তির বার্তা, মানবিক মুল্যবোধ ও আদর্শ সকালের কাছে পৌছে দিতে পাইকগাছায় যীশু খ্রীষ্টের প্রাক জন্মদিন পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা ও উপহার বিতরনের মধ্যদিয়ে এ জন্মদিন পালিত হয। উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রেজারিও’র সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক মযনুল ইসলামের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,এসআই উত্তম কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম আহম্মেদ,চিকিৎসক আবু সাঈদ গাজী,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,খ্রীষ্টান এসোসিয়েশন’র সম্পাদক সবুজ সরকার,কোষাধ্যক্ষ নির্মল সরকার, বিভিন্ন গীর্জা ও চার্চের মধ্যে আন্দ্রিয় গাইন,বিমল মন্ডল,সুশিলা দাস,দেবকী মুক্তি,গোপালর,তাপস, রামপদ সরকার,তৃপ্তি দাস,সংকোচ,বিকেক দাস,শ্যামল সরকার সহ অনেকে।