13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শাহ আবদুল করিম ছিলেন অত্যন্ত উচ্চমানের দার্শনিক: অর্থমন্ত্রী

admin
February 18, 2016 10:10 am
Link Copied!

সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী বলেছেন, বাউল সম্রাট শাহ আবদুল করিম ছিলেন অত্যন্ত উচ্চমানের দার্শনিক। তার দর্শন অবলীলায় মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। তিনি ছিলেন রাজনীতি সচেতন জনমানুষের কবি। অসাম্প্রদায়িকতার অন্যতম প্রতীক ছিলেন আবদুল করিম।

অর্থমন্ত্রী বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে বাউল শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার থেকে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব কমিটির আহ্বায়ক আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সুলতানা কামাল, শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রমুখ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আবদুল করিমের গান পরিবেশন করা হয়।

http://www.anandalokfoundation.com/