× Banner

নিউজ ডেস্ক

শেষ কিকে বেনাপোলের জয় কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ২য় খেলায় ট্রাইবেকারের শেষ কিকে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি নাটকীয় জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে বলে কিক দিয়ে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য, কালীগঞ্জ ফুটবল টিমের ব্যাবস্থাপক নাসির উদ্দীন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠু মালিথাসহ কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার এ টুর্ণামেন্টের ২য় খেলায় অংশ গ্রহন করে বেনাপোল ফুটবল একাডেমি ও বগুড়া ফুটবল একাদশ। বৃহস্পতিবার পড়ন্ত বিকালে নলডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ২য় খেলার বাঁশি পড়ার সাথে সাথে পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে খেলা চলছিল। খেলার প্রথমার্ধেও ৬ মিনিটের সময় সূবর্ণ সুযোগ নষ্ট করে বগুড়া ফুটবলা একাদশ। এরপর পাল্টা আক্রমনে যায় বেনাপোল। তাদের আক্রমন ভাগের খেলোয়াড়ও অনুরুপ সুযোগ নষ্ট করে অন্তত সুযোগ নষ্টের সমতা আসে।

পরেই উভয়দল রক্ষণাত্বক ভঙ্গিতে ধিরে চলো নীতিতে ম্যাচ নিয়ে যেতে থাকে। কিন্ত দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দলের মধ্যে গতির খেলা দেখা যায়। বেনাপোল দলের আক্রমন ভাগের খেলোয়াড়দের কিকের বল লাগাতরভাবে রুখে দেন বগুড়া দলের বিদেশী গোলকিপার বাবু। এরপর একইভাবে প্রতিপক্ষের আক্রমন একাই ঠেকিয়ে দেন ঠেকান বেনাপোল দলের অনুবর্ধ ১৭ দলের এশিয়ার সেরা গোলকিপার মেহেদী। খেলার ফলাফল যখন গোলশূন্য তখন বগুড়া দলের ৬ নং জার্সিধারী মিঠুন গোলরক্ষক মেহেদীকে বোকা বানিয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। খেলার তখন শেষ হতে মাত্র দেড় মিনিট বাকি। কিন্ত খেলার মাত্র ৪২ সেকেন্ড বাকি থাকতেই রক্ষণবাগের খেলোয়াড় একাই বল নিয়ে ছুটে আসেন প্রতিপক্ষের সীমানার মধ্যে। এ সময় তিনি গোলমুখে বল দিলে সতীর্থ ১১ নং জার্সিধারী শাকিল বল জালে জড়িয়ে দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে সমতা ফেরান। এরপরই রেফারি ট্রাইবেকারে বাঁশি বাজিয়ে দেন। প্রথমে উভয় দল ৫ টি করে কিক মারার সুযোগ পান। সেখানোও দুই দলই একটি করে মিস করে আবার নাটকীয়তার জন্ম দেয়। পরে আবার একটি করে সট। সেখানে বগুড়া দলের শফিকের সট গোলবারের ওপর দিয়ে চলে গেলে খেলার ভাগ্য শেষ সটের ওপর নির্ভর করে। সর্বশেষ সটে বেনাপোলের অভিজ্ঞ গোল রক্ষক মেহেদী গোলে সট নিয়ে বল জালে জড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন। খেলাশেষে বেনাপোল দলের অধিনায়ক মেহেদীর হাতে অতিথিবৃন্দ ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন।

এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভার্ষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম, ইবনে মাসুদ।


এ ক্যটাগরির আরো খবর..