× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

কাদঁছে আকাশ,ভাসছে মানুষ

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমদ, সিলেট: বাড়ছে পানি ভেসে যাচ্ছে অনেক বাড়ি,ঘর।সুরমা নদীর তীরে অনেকের ঘরবাড়ি গুঁড়িয়ে  গেছে পানিতে।বাড়ছে মানুষের দূর্ভোগ।নেই সিলেট শহরে মানুষের আনা গুনা।দিন মজুরের বাড়ছে দূভোর্গ।তার সাথে ব্যবসায়ীরা আছেন অনেক দূভোর্গে নেই কোনো ক্রেতা।

বাড়ছে রোগ।মাতা গুছানোর টাই যেন নেই তাদের।আবার অনেকেই ত্রসেছেন সিলেটে শহরে টাকা রোজগার এর জন্য কিন্ত নেই কোনো মানুষের বীড়।নেই কোনো কাজ।এমন একটি মানুষের  কথা শুনলাম আজ।যিনি কিনা টাকা রোজগার ত্রর জন্য ত্রসেছেন সিলেটে।

নাম মাসুদর রহমান (২৬) বাড়ী কুমিল্লা,লাকসাম।তার দুই ছেলে।মা ববা ভাই বোন রয়েছেন।তাদের পরিবারের ত্রকমাএ রোজগার হলেন তিনি।তিনি রোজগার না করলে তার পরিবারের যেন পানতা ভাতি ঝুটেনা।তিনি পেশায় একজন দিন মজুর।তিনি সেতুর উপর দিয়ে রিকশা ঠেলান।তার কাছ থেকে জানলাম

তিনি প্রতিদিন ৪০থেকে ৬০টাকা রোজগার করতে পারেন।এতে কি তার পরিবার চলে?নাকি তার বাসার মাসিক বেতন খরচ হয় ?

আমরা কি তাদের পাশে এসে দাঁড়াতে পারিনা?নাকি ঘৃনা আমাদের অন্তরকে বানিয়েছে পাথর?আসুন মানুষের সাহায্যে এগিয়ে আসি !


এ ক্যটাগরির আরো খবর..