13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দি গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া ‘কুম্ভলগড় দুর্গ’

Rai Kishori
August 27, 2020 8:41 am
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ দি গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। ভারতে রাজস্থানের উদয়পুরের কাছে রাজসামান্ড জেলায় আরাবল্লি পর্বতমালায় অবস্থিত কুম্ভলগড় দুর্গকে ঘিরে রয়েছে এই প্রাচীর। আজ থেকে কম-বেশি ৫০০ বছর আগে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে রানা কুম্ভ এই ঐতিহাসিক ‘কুম্ভলগড় দুর্গ’ স্থাপন করেন।
৩৬ কিলোমিটার এই প্রচীরটি ঘিরে রেখেছে কুম্ভলগড়কে। এখানে একসাথে ৮ টি ঘোড়া চলাচল করতে পারে। এখানে ৩৬০ টি মন্দির আছে, এর মধ্যে ৩০০ টি জৈন মন্দির এবং ৬০ টি হিন্দু মন্দির। এই দুর্গে ধনরত্নের পরিমাণ ছিল বিপুল। সেই সম্পদের সুরক্ষার কারণেই এই প্রাচীর নির্মাণ করা হয়। কুম্ভলগড় উদয়পুরের ৮২ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত।
বিশ্বের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি এই কুম্ভলগড়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১০০ মিটার (৩,৬০০ ফুট) উঁচুতে অবস্থিত এই দুর্গ। চিতরগড়ের পর এটিই মেবারের সবথেকে গুরুত্বপূর্ণ দুর্গ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অয়েবসাইটেও স্থান পেয়েছে এই দুর্গ।
http://www.anandalokfoundation.com/