দি নিউজ ডেস্কঃ নতুন চাঁদের সন্ধান পেয়ে চমকে গেল জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবীর চারপাশে অনন্তকাল ধরে ঘুরে বেড়াচ্ছে চাঁদ। কিন্তু, এবার সামনে এল এক নতুন তথ্য। পৃথিবীর চারদিকে নাকি ঘুরছে আরও এক চাঁদ।
বছর তিনেক আগে এটি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে। চাঁদের মতো সেও নাকি ছন্দে ছন্দে পাক খেয়ে যাচ্ছে পৃথিবীকে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ২০২০ সিডি৩। অ্যারিজোনা ইউনিভার্সিটির লুনার আর প্ল্যানেটরি ল্যাবোরেটরির গবেষণা চলে নাসারই তত্ত্বাবধানে। ‘মিনিমুন’ ২০২০ সিডি৩-এর খোঁজ পেয়ে নাসার জ্যোতির্বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেছে। পৃথিবীর নতুন চাঁদকে বেশ অ্যাপায়ণ করেই মেনে নেওয়া হয়েছে।
ক্যাসপার বলেছেন, ২০২০ সিডি৩ কোনও গ্রহ বা নক্ষত্র নয়, আসলে ধূমকেতু থেকে ছিটকে যাওয়া অংশ বিশেষ। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় আকৃষ্ট হয়ে কক্ষপথে চলে এসেছে। এই ধরণের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর অভিকর্ষের টানে ছুটে এসেছে।