13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক সদিচ্ছা না হলে কমিশন গঠন করেও ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা যাবে না

Brinda Chowdhury
February 22, 2020 3:14 pm
Link Copied!

ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের মধ্যে সরকারি ব্যাংকেগুলোতে খেলাপি ঋণ ৫১ শতাংশ আর বেসরকারি ব্যাংকে ৪৭ শতাংশ। ব্যাংকিং কমিশন গঠনে, সবার আগে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, না হলে কমিশন গঠন করেও ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা যাবে না। এমন বাস্তবতায়,  বললেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত ব্যাংকিং কমিশন গঠন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এছাড়া, খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে কমিশনকে স্বাধীন, অন্তর্ভূক্তিমূলক ও বাস্তবতার নিরিখে স্বচ্ছতার সাথে কাজ করারও আহ্বান জানিয়েছে, সিপিডি।

দেবপ্রিয় বলেন,  দেশের অর্থনীতি অসহায় আতঙ্ক ও ভয়ানক ভঙ্গুর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

http://www.anandalokfoundation.com/