14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে কাতরাচ্ছে ধর্ষিতা বাক প্রতিবন্ধী, চিকিৎসায় অবহেলার অভিযোগ

Ovi Pandey
February 21, 2020 6:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে কালীগঞ্জে ধর্ষিতা এক বাক প্রতিবন্ধী কিশোরী (১৪)। হাসপাতালের ডাক্তারদের গাফিলতিতে মিলছেনা তার সু-চিকিৎসা। এমন অবস্থায় মেয়ের পাশে বসেই মায়ের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ হাসপাতালে গেলে এমন দৃশ্যটি নজরে আসে সাংবাদিকদের। এদিকে ওই ধর্ষিতার সু-চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান কালীগঞ্জ পৌসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি ধর্ষিতার এমন অবস্থা দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হাসপাতালের টিএইচএ কে তাৎক্ষনিক নির্দেশনা দেন। এছাড়াও তার উন্নত চিকিৎসার জন্য মেয়র আশরাফ ব্যাক্তিভাবেও আর্থিক সহযোতিার আশ্বাস দেন।

হাসপাতালের বেডেই ধর্ষিতার সাথে থাকা তার মা জানান, তার মেয়ে বাক ও শারিরীক প্রতিবন্ধী। গত ১১ ফেব্রুয়ারী উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে সুমন হোসেন তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষন করে। এরপর থেকেই তার মেয়ে শাররিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলে গত ১৮ ফেব্রুয়ারী মেয়েকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালেও তার কোন সু-চিকিৎসা মিলছেনা। বর্তমানে তার মেয়ের শাররিক অবস্থা সংকটাপন্ন। হাসপাতালের ডাক্তাররা তেমন ভ্রুক্ষেপ করছেনা। হতদরিদ্র ধর্ষিতার পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পড়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন জানান, ধর্ষিতা মেয়েটি প্রথমে পেটে ব্যাথা বলে হাসপাতালে ভর্তি হয়। সে মোতাবেক ঔষধ দেওয়া হয়েছিল। পরদিন তার মা ধর্ষনের ঘটনা খুলে বললে সেভাবে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। তিনি চিকিৎসার অবহেলার কথা অস্বীকার করে বলেন, মেয়েটির ঝিনাইদহে ডাক্তারী পরিক্ষার কাগজপত্র দিতে পারেনি। আর বাকপ্রতিবন্ধি হওয়ায় তার সমস্যার কথা খুলে বলতে না পারায় সঠিক চিকিৎসা নিতে একটু সমস্যা হচ্ছে। তবে এ ধরনের রোগীদের রোগ সনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি এ হাসপাতালে নেই।

তার উন্নত চিকিৎসার্থে প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ দ্বায়িত্ব নিয়ে যশোরে রেফার্ড করবে বলে জানান তিনি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর আদালত থেকে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। ভীকটিমের মায়ের অভিযোগে পুলিশ ধর্ষক সুমনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। তিনি হাসপাতালে ভর্তি মেয়েটির সংকটাপন্ন কথা জানতে পেরে তার সুচিকিৎসায় দ্রুত ব্যাবস্থা নিবেন বলেন জানান।

http://www.anandalokfoundation.com/