13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জেনে নেই হাফশার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়া উচিত কিনা

Brinda Chowdhury
February 4, 2020 8:40 am
Link Copied!

দি নিউজ ডেস্কঃ জেনে নেই হাফশার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়া উচিত কিনা, নামাজ পড়লে তা কি সহিহ হবে?

যেসব পোশাক পরিধান করে কোনো মহতী মাহফিল বা অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ হয়, ওই সব পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তানজিহি।

তবে কারো কাছে ওই মুহূর্তে হাফশার্ট বা গেঞ্জি থেকে ভালো কোনো পোশাক না থাকলে সেগুলো পরেই নামাজ আদায় করা যাবে, এতে কোনো অসুবিধা নেই।

সূত্র : আদ্দুররুল মুখতার : ১/৬৪০; রদ্দুল মুহতার : ১/৬৪১; ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৩/৫১৭, ৫১৯

http://www.anandalokfoundation.com/