14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিজ্ঞান মেলা উদ্বোধন

Brinda Chowdhury
January 7, 2020 8:52 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনিতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে মেলার শুভ সুচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” বিষয়ের উপর আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। আলোচনা সভা শেষে অতিথিবর্গ মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপিত স্টল সমুহ ঘুরে ঘুরে দেখেন। মেলা বুধবার বিকাল পর্যন্ত চলবে।

http://www.anandalokfoundation.com/