13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

admin
September 24, 2019 11:56 am
Link Copied!

ফরিদপুরে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে Training on Digital Marketing for SME Product – এসএমই পন্যের জন্য  ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। ফরিদপুরের মুন্সিবাজারের নারী উন্নয়ন ফোরাম এনইউএফ’র ল্যাবে এ প্রশিক্ষণের আয়োজন  করা হয়।

এতে ২১ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের  পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিন ব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপি ̄’ত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম
প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এর আগে ঢাকা, ময়মনসিংহ ও সাভারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮টি জেলা শহরে ২শ জন ক্ষুদধ উদ্যোক্তাকে এই  মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।

http://www.anandalokfoundation.com/