13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৯৫ টাকার ইনজেকশন ১৯০ টাকা

Rai Kishori
March 24, 2020 8:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মাত্র ৯৫ টাকার ঔষধ বিক্রি করছে ১’শ ৯০ টাকায়। কালীগঞ্জের ঔষধ ব্যাবসায়ীরা এমআরপি রেটের অজুহাতে শতভাগ লাভ করায় এক অস্বাভাবিক দৃষ্টান্ত দেখাচ্ছেন। তাদের যাতাকলে পড়ে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় ওইসব ঔষধ কিনতে গিয়ে সাধারন মানুষ সর্বশান্ত হচ্ছেন। তবে, ঔষধ ফার্মেসীর মালিকগন বলছে, জেলা সমিতির নিয়মেই তারা এমআরপি রেটে বাইরে ঔষধ বিক্রি করছেন।

এদিকে পার্শ্ববর্তী জেলা যশোর,মাগুরা,কুষ্টিয়া ও খুলনা সহ বিভিন্ন শহরে এমআরপি রেট বাদেও নগদ ছাড়ে ঔষধ বিক্রি হচ্ছে। কিন্তু কালীগঞ্জে ঔষধ ব্যাবসায়ীরা সমিতি আইন করে কোন ছাড় না দেওয়ায় এ নিয়ে প্রতিনিয়ত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাকবিতন্ডা হচ্ছে। সর্বশেষ এমন অবস্থা সৃষ্টির পর তা নিরসনে স্থানীয় এমপি ও পৌর মেয়রের নির্দ্দেশনাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ওই ব্যাবসায়ীরা। তাই এনিয়েই বর্তমানে হ য ব র ল অবস্থার সৃষ্টি হয়েছে।

সাধারন ক্রেতা ও ভুক্তভোগীরা জানায়, গত প্রায় ৬ মাস যাবৎ কালীগঞ্জের ঔষধ ব্যাবসায়ীরা আইন করে এমআরপি বডি রেটে ঔষধ বিক্রি করছে। সোমবার মাহমুদ রিয়াজ নামে একজন ক্রেতা শহরের লিটন ফার্মেসীতে ইনসেপটা কোম্পানীর এক্্িরফিন ১ গ্রাম আইভি ইনজেকশনটি ১’শত ৯০ টাকা দিয়ে ক্রয় করেন। ঔষধের দামটি অস্বাভাবিক নেওয়ায় তিনি বিষয়টি জানাতে জনপ্রতিনিধি কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের স্বরনাপন্ন্ হন। এসময় মেয়র আশরাফ ঔষধের প্রকৃত মূল্যটি যাচাই বাছাই করতে ওই কোম্পানীর প্রতিনিধি আলমগীর হোসেনের নিকট ফোন করে জানতে পারেন, ইনজেকশনটির ফার্মেসী মূল্য মাত্র ৯৫ টাকা। এবং বডি এমআরপি মূল্য লেখা ১’শত ৯০ টাকা। তবে ক্রয় এবং বিক্রি মূল্যের এত ফারাকের বিষয়টি মেয়রকে বলতে পারেননি ওই প্রতিনিধি। এরপর মেয়র আশরাফ ওই ঔষধের মূল্যটি আরো যাচাই করতে শহরে পাঠালে ন্যাশনাল মেডিকেল ষ্টোর, সাহা ফার্মেসী ও নিউ শান্তি মেডিকেল ১’শ ৯০ টাকায় বিক্রি করলেও শুধুমাত্র মল্লিক ফার্মেসী ১০৫ টাকা দাম রাখে। পরে মেয়র মহোদয় ঔষধের দামের এমন ফারাকের বিষয়টি স্থানীয় সাংবাদিকদেরকে অবহিত করেন।

পৌর মেয়র আরো জানান, ঔষধের দামের এমন অস্বাভাবিক বিষয়টি নিয়ে ইতিপূর্বে তিনি ঔষধ ব্যাবসায়ীদের সাথে একবার বৈঠকও করেছেন। সে বৈঠকে ব্যাবসায়ীরা মূল্য স্বাভাবিক রাখার প্রতিশ্রতি দিলেও পরে তা মানেনি। সর্বশেষ কালীগঞ্জ বাজার বনিক সমিতির সভাতে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রি করা নিয়ে অভেযোগ করেন ক্ষোদ বাজারের ব্যাবসায়ী নেতারা। সে সভাতে স্থানীয় এম পি আনোয়ারুল আজিম আনার ঔষধ সমিতির নেতাদের জনসাধারনের কাছে সহনীয় মূল্য রাখার অনুরোধ জানান। কিন্তু সে অনুরোধও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুরানা গলাকাটা ষ্টাইলে ঔষধ বিক্রি করে চলেছে ব্যাবসায়ীরা। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় ঔষধ কিনতে গিয়ে প্রতিনিয়ত মানুষকে নাজেহাল হতে হচ্ছে।

এদিকে ঔষধের বাজার মূল্য ব্যাপক ফারাকের বিষয়টি নিয়ে কালীগঞ্জ ঔষধ ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল জব্বার জানান, জনগন ঠকবে এমন কিছু ঔষধ ব্যাবসায়ীরা করবে না। সোমবার ওই ঔষধের দামের বিষয়টি নিয়ে রাতেই তারা বৈঠক করেন। এবং ক্লিনিক্যাল রেটের ঔষধগুলি স্বাভাবিক দামে বিক্রি করতে সিদ্ধান্ত নিয়ে পৌর মেয়র সহ তাদের সকল ব্যাবসায়ীকে অবহিত করেছেন।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ঔষধ ফার্মেসীর মালিকগন বলেছে, ১’শ টাকার ঔষধে ১’শ টাকা লাভ করাটা অমানবিক। আর বাইরের শহরে কমে বিক্রি হচ্ছে স্বীকার করলেও এখানে সমিতি নামের যাতাকলে জরিমানার কবলে পড়তে হচ্ছে বলে তারা জানান।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা সাংবাদিকদের জানান, এত বেশি লাভে ঔষধ বিক্রির বিষয়টি অমানবিক। তবে, ঔষধের বডি রেটের এমন ফারাকের বিষয়টি নিয়ে ঔষধ প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

http://www.anandalokfoundation.com/