13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১৬২টি দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার

Ovi Pandey
March 18, 2020 9:00 am
Link Copied!

১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ৫২৯ জন।  যার প্রাদুর্ভাবে আতঙ্কিত  গোটা বিশ্বের মানুষ।

আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫০ জনের বেশি। ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ‘অদৃশ্য শত্রু’ করোনার হাত থেকে বাঁচতে দেশে দেশে জরুরি অবস্থা, এমনকি কোথাও কোথাও কার্ফ্যু জারি করা হয়েছে। বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে এবং স্বেচ্ছা অন্তরীণ হচ্ছে। করোনা আক্রান্ত বেশ কিছু শহর ও এলাকা কোয়ারেন্টিন করা হয়েছে।

বাতিল করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। সব দেশকে ‘সন্দেহভাজনদের পরীক্ষা’ করতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিবিসি, রয়টার্স, এনডিটিভি, আনন্দবাজার, এপি, সিএনএন ও আল জাজিরার।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী- বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট সাত হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৯৭৬।

চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ৮৮১ জন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এর মধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৬৮৮ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০।

http://www.anandalokfoundation.com/