স্টাফ রিপোর্টারঃ শীতের সকালে হঠাৎ বৃষ্টি বাড়িয়েছে রাজধানীবাসীর দুর্ভোগ। সাপ্তাহিক ছুটির দিন হলেও তীব্র ঠাণ্ডা, কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বেরিয়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
শুক্রবার ভোর থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তীব্র শীতের সঙ্গে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শীত বস্ত্রের সঙ্গে কেউ ছাতা, কেউবা রেইনকোট নিয়ে বের হয়ে পরেছেন জীবিকার সন্ধানে।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, বাংলামোটর, ধানমন্ডি এলাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে গেছে এসব এলাকার সড়ক।
গাড়িগুলোও চলছে ধীর গতিতে। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিলো তুলনামূলক কম।