13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুতার রঙিন ডিম

admin
December 29, 2015 2:56 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বোরিং লাগছে? চিন্তা না করে হয়ে উঠুন সৃষ্টিশীল। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রঙিন ডিম। এই ডিম আপনার ঘরের শোভা বাড়াবে। পাশাপাশি এতে আপনার উদ্ভাবনী শক্তিও শানিত হবে। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সুতার রঙিন ডিম।

যা যা লাগবে
০১. বিভিন্ন রঙের মধ্যম পুরুত্বের সুতা
০২. আইকা ঘাম
০৩. ছোট বেলুন

যেভাবে করবেন
প্রথমে কিছু বেলুন প্রায় ডিমের সমান আকারে ফুলান। এরপর রঙিন সুতাগুলোতে চিত্রের মত আইকা ঘামে চুবিয়ে আলতো হাতে বেলুনের চারপাশে পেঁছিয়ে নিন। শেষ মাথায় অন্য সুতার সাথে গিঁট দিয়ে ঝুলানোর জন্য কিছুটা সুতা অতিরিক্ত রাখুন।

পছন্দ মত একই বেলুনের বিভিন্ন রঙের সুতা প্যাচানো যেতে পারে কিংবা প্রত্যেক বেলুনে আলাদা আলাদা রঙের সুতা ব্যবহার করা যেতে পারে।

এবার সুতা প্যাচানো বেলুনটিকে রোদে শুকাতে দিন। শুকানো শেষে ইচ্ছেমত ডেকরেশানে ব্যবহার করতে পারেন।

http://www.anandalokfoundation.com/