আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় এবছরে পিঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ১১ হাজার ৫শ’ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও তা অতিক্রম করে ১২ হাজার হেক্টর জমিতে পিঁয়াজের আবাদ করা হয়েছে। পিঁয়াজ চাষীদের হৃদয়ে বেধেঁছে আশার আলো।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ৮টি ইউনিয়ন নিয়ে সালথা উপজেলা গঠিত। উপজেলার মোট আয়তন ১৮৫.১২ বর্গ কিলোমিটার। মোট কৃষি জমির পরিমাণ ১৩,৪৪২ হেক্টর। এ উপজেলার মানুষ একমাত্র কৃষির উপর নির্ভরশীল। বিভিন্ন মৌসুমে হরেক রকম ফসলের চাষাবাদ হয়ে থাকে এ উপজেলায়। সারাদেশের মধ্যে পাট-পিয়াজের জন্য বিখ্যাত এ অঞ্চলটি। ব্যবসা বানিজ্য, চাকুরি ও অনন্য পেশার সাথে সংযুক্ত রয়েছে কৃষি। এবার এই উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে পিঁয়াজের আবাদ করেছে চাষীরা।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরে সৃজনে পিঁয়াজের দাম ভাল থাকায়, চাষীদের তেমন লাভ হয়নি। কারণ অধিকাংশ পিঁয়াজ পঁচে যাওয়ায় চাষীদের লোকসান হয়েছে। এবার বুক ভারা আশা নিয়ে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে কৃষকরা অনন্য ফসলের চেয়ে পিয়াজের আবাদ বেশি করেছে। পিঁয়াজের চারা রোপনের পর দ্রæত বেড়ে উঠছে গাছ, সারা মাঠ সবুজে ঘিরে গেছে। সময় মতো সার-কীটনাশক প্রয়োগ ও সেচ দেওয়া হচ্ছে। পিঁয়াজ উত্তোলন করা পর্যন্ত যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে ভাল ফলন আশা করছেন কৃষকেরা। যদি ফলন ভাল হয় আর পিঁয়াজের মূল্যে স্বাভাবিক থাকে তাহলে চাষীরা লাভবান হবে।
উপজেলা কৃষি অফিসার জিবাংশু দাস বলেন, এই উপজেলার মানুষ কৃষির উভর নির্ভরশীল। এ বছরে পিয়াজ চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া যদি পিঁয়াজ চাষের অনুকূলে থাকে তাহলে ভাল ফলন হবে। ভাল ফলন হলে কৃষকের মূখে হাসি ফুটবে।