14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কৃষ্ণপদ পাল।
জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল,জেলা কোর্চ স্বপন সহ আম্পায়ার ও স্কুলের খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিয়েছে।
http://www.anandalokfoundation.com/