14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

সবুজ ছড়িয়ে দেওয়ার মাসিক কার্যক্রম “ঝালমুড়ি আড্ডা”

Rai Kishori
July 6, 2019 1:07 pm
Link Copied!

“কর্ণফুলীর কোলে,সবুজের আঁচলে” নগরে সবুজায়নের জন্য নিরলস কাজ করে যাওয়া চট্টগ্রামের প্রথম সংগঠন। ‘সবুজ পৃথিবী রাখব সবুজ’ স্লোগানে  সংগঠনটি ২০১৬ সাল থেকে পথচলা শুরু করে আজ অবদি  চট্টগ্রাম এর প্রতিটি ছাদ,ব্যালকনিতে সবুজ প্রকৃতির ছোঁয়া দিতে কাজ করে যাচ্ছে । গ্রুপের সবুজ ছড়ানোর মাসিক কার্যক্রমের নাম “ঝালমুড়ি আড্ডা”। আড্ডার ছলে সবুজ বিতরণ, সবুজের প্রতি প্রেম ছড়িয়ে দেওয়া- এ যেন পরমানন্দ।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রামের ডিসি হিলে জমায়েত হয়েছিলো শ’দুয়েক মানুষ সবুজপ্রেমে, হয়ে গেলো এ মাসের ঝালমুড়ি আড্ডা। হরেক রকম গাছের চারা,কাটিং, বীজ বিতরণ করা হয় উপস্থিত সবার মাঝে, অভিজ্ঞ বাগানী এবং কৃষিবিদগণ বাগান করা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে শেয়ার করেন। অনুষ্ঠানে সকলকে বিনোদনের জন্য জাদু পরিবেশন করেন জনপ্রিয় জাদুকর রাজীব বসাক। সদস্যগনের অনেকেই ঘরোয়া খাবার নিয়ে আসেন আড্ডার সবার জন্য। গ্রুপের পক্ষ থেকে সবাইকে ঝালমুড়ি এবং রং চা আপ্যায়ন

গ্রুপের এডমিনগন প্রকৃতি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সবার মাঝে এবং মাসিক ভিত্তিতে গ্রুপের সক্রিয় সদস্যদের মাঝে মূল্যবান গাছ উপহার দেন গ্রুপের এডমিন এডভোকেট রণজয় মিত্র, স্নিগ্ধ প্রজাপতি, ফারজানা আমিন লিন্ডা, ফারজানা ইয়াসমিন, সূচিতা কামাল, শামীমা শিমুল।

এই সবুজ আড্ডায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিক, প্রফেসর ড. রকিবুল হক, প্রফেসর হোসাইন আসমা, ইঞ্জিনিয়ার মানস চৌধুরী,কাজী আশরাফ, কলি নাহার, আইরিন তাহের, সালাউদ্দিন আহমেদ, মোরশেদ আলম, কে ইউ শাহীন, সাজ্জাদ হোসেন, রাশেদুল হাসান, এসএন সাগর, রাশেদ ইয়াকুব, ওয়াকার উদ্দিন, আবচার চৌধুরী, রিপন দাশ, রাজ সোহেল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/