14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে লম্বা শিং এর বিশ্বরেকর্ড করেছে ৭ বছর বয়সী গরু

Biswajit Shil
November 13, 2019 11:37 am
Link Copied!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে মাত্র ৭ বছর বয়সী একটি গরু। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই গুরটির নাম পোঞ্চ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিংয়ের রেকর্ড এখন পোঞ্চ-এর দখলে।

জানা গেছে, পোঞ্চ-এর এক শিংয়ের একপ্রাপ্ত থেকে অন্য শিংয়ের অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি। এর আগে যে গরুটির দখলে এই রেকর্ড ছিল তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে পোঞ্চ। জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি তাকে মাত্র ৬ মাস বয়সের সময় কিনে নিয়েছিলেন। পোঞ্চকে তিনি আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এত বেড়ে যাওয়ার দিকে নজর পড়ে তাদের। তারা তখন মনে করেন, পোঞ্চ রেকর্ড গড়তে পারবে।

http://www.anandalokfoundation.com/