13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সংগ্রহে সুদ কারবারির স্ত্রীর বাধা, সাংবাদিককে মারধর

Link Copied!

রাজশাহীর বাঘায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক কে বাঁধা দেওয়া সহ মারধরের ঘটনা ঘটেছে। রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার জোতরঘু দশআনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ (২৮) বাদী হয়ে বাঘা থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা যায়,আড়ানী পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের এক অসহায় নিঃস্ব পরিবার নিজ সম্পত্তি দখল নিতে গেলে একই এলাকার আলতাফ হোসেন নামের একটা সুদে কারবারি তোপের মুখে পড়ে। গত বুধবার (২৪ আগস্ট) দুপুরে আড়ানী পৌরসভার জোতরঘু দশআনী পাড়া এলাকার রবীন্দ্রনাথ দোবে তার ৫ শতক জমিতে বাড়ি করার উদ্দেশ্যে ইট রাখতে গেলে একই এলাকার আলতাফ হোসেন (৫০) ও তার ছেলে রুদ্র হোসেন (২৩) রবীন্দ্রনাথ দোবে কে মারপিট করে। এ ঘটনায় রবীন্দ্রনাথ দোবের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, রোববার সকালে রবীন্দ্রনাথ দোবে তার জমিতে পুনরায় আবার ঘর করার জন্য ইট নিয়ে গেলে বাঁধার সৃষ্টি করে আলতাফের স্ত্রী মুর্শিদা বেগম। খবর পেয়ে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান একুশে কন্ঠ (অনলাইন) নিউজ পোর্টালের সাংবাদিক তন্ময় দেবনাথ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছবি/ভিডিও সংগ্রহের সময় অভিযুক্ত মুর্শিদা বেগম সংবাদ প্রকাশ করতে দিবে না বলে সাংবাদিক কে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারী মারপিট করে। এ সময় সাংবাদিক তন্ময় দেবনাথ এর ব্যাবহৃত বুম (মাউথ পিস) ভেঙ্গে ফেলে দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ জানান, আমি একজন গণমাধ্যম কর্মী এ পরিচয় পাওয়ার পরেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার সাথে যে মানহানিকর অশুভনীয় আচরণ করেছে আমি তার বিচার চাই।

গন মাধ্যম সমাজের আয়না, জাতির বিবেক। সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের সাথে এলাকার চিহ্নিত সুদে কারবারির স্ত্রীর এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। সেই সাথে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/