বিশেষ প্রতিবেদক : রাজধানীর ঢাকাস্থ শ্যামবাজারে শ্রীশ্রী প্রিয় বল্লভ জিউ মন্দির ও আখড়া প্রাঙ্গণে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ২৪প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে।
পুরাতন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ১,৩,৩/১ বি কে দাস রোড, ফরাশগঞ্জে শ্রী শ্রী প্রিয় বল্লভ জিউ মন্দির ও আখড়ায় এ তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত নামযজ্ঞ অনুষ্ঠানের অন্যতম আয়োজক শ্রী দিপক গুপ্ত বিষ্ণু পুরানের উদ্ধৃতি দিয়ে বলেন ঘোর কলির অমানিশায় কঠোর যন্ত্রণায় জগত জীবন সংসার সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। সনাতন ধর্মের অমৃতবাণী বিস্মৃত হয়ে অনাচার ও কুসংস্কারের আবর্তে মানবকুল আজ অনিশ্চিত অন্ধকারে নিমজ্জমান। তাই এই পতন প্রবন মানবতা উদ্ধারণে মুক্তির দূত হয়ে আবির্ভুত মহাবতারী শ্রীশ্রী গৌর সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছেন শ্বাশত বিশ্ব আত্মার শান্তির মহামন্ত্র- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
তিনি শুভানুষ্ঠানিকা অনুযায়ী এ সনাতনী মহা যজ্ঞ এর প্রতিটি পর্বে আপনার সবান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি এবং ঐকান্তিক সহানুভূতি কামনা করেছেন।
এই প্রিয়বল্লভ জিউ মন্দির ও আখড়ার ১০৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সুধা চলবে আগামী ২১শে মার্চ রোজ মঙ্গলবার অরুণোদয় পর্যন্ত। এরপর শ্রী শ্রী অষ্টকালীন লীলা পরিবেশিত হবে।