× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে প্লাস্টিক দুষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
প্লাস্টিক দুষণ রোধে সামাজিক আন্দোলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ ইউনিয়নের শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহায়তায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করনীয় বিষয় নিয়ে কিশোরীদের সাথে এক মতবিনিময় সভা শনিবার  অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় শাপলা কিশোরী সংগঠনের সাধারন সম্পাদক অনন্যা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  শাপলা কিশোরী দলের  সদস্যরা এবং বারসিক কর্মকর্তা চম্পা মল্লিক, বিশ্বজিৎ মন্ডল, গোলাপ কৃষি নারী সংগঠনের সভাপতি লতা রানী  প্রমুখ।
মতবিনিময় সভায় প্লাস্টিক দুষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি, প্লাস্টিক কিভাবে মাটি, পানি ও বায়ু দুষন করছে, অব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ, সংরক্ষণ এবং পুনঃব্যবহার ইত্যাদি বিষয়ে পারস্পারিক মতবিনিময় করেন।
কিশোরী কন্যা ক্রিস্টনা, বৃষ্টি ও মিতারা বলেন যে,  প্রায় বাড়িতে প্লাস্টিক পন্য ব্যবহার করছি। কিন্তু প্লাস্টিকের ক্ষতিকর বিষয় নিয়ে কোন চিন্তা করিনা এটা নিয়ে ভাবার আছে। প্লাস্টিক আমাদের শরীর ও স্বাস্থ্য সহ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।
সভায় বক্তারা আরও বলেন আমরা আর আনাচে কানাচে যেকোন স্থানে প্লাস্টিক ফেলবো না অন্যদের ফেলতে দেবো না।
 অংশগ্রহনকারী অন্য কিশোরীরা জানান যে, পরিবেশের বিকল্প যেমন কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, উলের ব্যাগ, অনুষ্টান গুলোতে প্লাস্টিকের প্লেটের পরিবের্ত স্টিলের প্লেট ও কলার পাতার ব্যবহার করা যেতে পারে।  তা ছাড়া সরকারী ভাবে আইন প্রনয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবার, স্কুলে এবং প্রতিবেশীদেরও সচেতন করবো ।  সকলে মিলে পরিবেশ ভালো রাখার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন। অনুষ্ঠানে  অংশগ্রহনকারীদের মাঝে ১টি করে কদবেলের চারা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..