সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে বিশেষ অনুদান হতে গৃহনির্মাণ খাতে পঞ্চাশ জনের মধ্যে এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে মঞ্জুরীকৃত বিশেষ অনুদান হতে উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার দুঃস্থ, অসহায়, এতিম, প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা এম এ মজিদ, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।