× Banner
সর্বশেষ
ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন নবীগঞ্জ উপজেলার ৯৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি,প্রশাসনিক ব্যবস্থা জোরদার। পূজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ! চারপাশে দেখি মিথ্যার জয়গান আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন আজ ২৩ সেপ্টেম্বর (৬ আশ্বিন) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
শার্শায় বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাসিন্দা বিদেশ ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে মাগুরা সদর উপজেলার লস্কারপুর থেকে।

পুলিশের ধারণা, বিদেশ ফেরত ওই যুবক প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করতে পারেন। তবে পরিবার অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড। জড়িতদের বিচার দাবি করেছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি শিকারপুরে আসে। এসময় স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার লস্কারপুর গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আলমের ছেলে।

নিহতের ভাই একরামুল জানান, প্রতিবেশি আদম ব্যবসায়ী লতিফের মাধ্যমে ৪ লাখ টাকা দিয়ে ৩ বছর আগে সৌদি যায় তার ভাই। কিন্তু সেখানে কাজ না দিয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করছিল আদম ব্যাপারী লতিফ। প্রতারনার শিকার হলে শত্রুতা বাড়ে আদম তাদের সাথে। দু দিন আগে তার ভাই জানায় সে সমস্যার মধ্যে আছে। কাজের কথা বললে লতিফের লোকজন তাকে হুমকি দিচ্ছে। সে বাড়ি ফিরতে রওনা হচ্ছে তবে পৌছাতে পারবে কিনা জানেনা। বোমাইল ফোন বন্ধ থাকলে বুঝবা বিপদে পড়েছি। এর পর তার সাথে আর যোগাযোগ সম্ভব হয়নি। দুদিন পর তার মরদেহ আসলো বাড়িতে। এটি পরিকল্পিত হত্যা কান্ড। আমি জড়িতদের বিচার চাই।

শার্শার ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, লেখা পড়া বন্ধ করে অভাবের সংসারে হাল ধরতে তরিকুল বিদেশ যায়। তার মৃত্যুর ঘটনায় যদি কেউ জড়িত থাকে আমরা বিচার চাই।

স্থানীয় গ্রামবাসী রহিম জানান, তার মরদেহ যেভাবে গাছে ঝোলানো ছিল তা সন্দেহ জনক। তদন্ত করলে রহস্য বেরিয়ে আসবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মুঠোফোনে জানান , সুইসাইড নোট ও আনুষঙ্গিক কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে ওই যুবক বিদেশ থেকে ঢাকায় ফিরে বাড়ি আসছিলেন। বিদেশে প্রতারণার শিকার হয়েছিলেন বলে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে।তবে এটি তার হাতের লেখা কিনা যাচায় করা হচ্ছে।
ওসি আরোও বলেন, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু দায়ের হয়েছে। পরে ঘটনা অন্য হলে মামলা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..