এম,এ,জলিলঃবিশেষঃপ্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ময়ূরী সিনেমা হলটি একটি ঐতিহ্য বাহী সিনেমা হল।আর সেই ঐতিহ্য বাহী সিনেমা হলটি বিলুপ্তির পথে।
দৈন্দিন প্রয়োজনের কাজের শেষে মানুষ চায় একটু চিত্তবিনোদিনের খোরাক তাই তো মানুষ একটি সমায় তাহার পরিবারের পরিজন সদস্যদের নিয়ে সিনেমা দেখতে ও মনকে প্রফুল্লু জাগাতে হল গুলোতে ভিড় জমাতো।কিন্তু কালের বিবর্তনে ও সেটি আজ ধংসের দারপ্রান্তে।
যাহার বাস্তব প্রমান মেলে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ প্রেক্ষা গহ সিনেমা বাগআচড়ার ময়ূরী সিনেমা হল।যেটি আজ বিলুপ্তির পথে।
এমতাবস্থায় বাংলাদেশের সিনেমা হল গুলোর দিকে যদি সরকার একটু খেয়াল রাখে তাহলে হয়তো-বা সিনেমা হল গুলো তাহার প্রান সন্চাল ফিরে পাবে।
এ ব্যাপারে বাগআচড়া ময়ূরী সিনেমা হলের ম্যানেজার ময়নার সাথে কথা বললে তিনি বলেন বর্তমানে সিনেমা হলের অবস্থা খুবই করুন।যাহা হলে ছবি চালানো অসম্ভব কারন এখন আর সিনেমা দেখতে লোক আসেনা কারনবর্তমানে নেট, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক ভাল মানের সিনেমা তৈরিতো ব্যার্থতা ও নানা রকম অনুষ্ঠান হাতের মুঠোয় হওয়ার কারনে আজকে সিনেমা হল গুলো বিলুপ্তির পথে।