× Banner
সর্বশেষ
গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় ফেনসিডিল সহ আটক -২

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
শার্শায় ফেনসিডিল সহ আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন(৬০) ও রাকিব হোসেন(১৯)নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার(২৬ জুন) উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।
আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আবু সাঈদ, এএসআই আবেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..