যশোরের শার্শা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার নাভারন – সাতক্ষীরা মহা সড়কের জিবলতিলা নামক স্থান থেকে ৭০বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এস আই মোঃ উজ্বল হোসেন, এস আই আব্দস সবুর ও এ এস আই মোজাফফার হোসেন শার্শার চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আকিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ফেনসিডিলের মালিক মাদক ব্যবসায়ী আকিকুল পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী আকিকুল চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,গোপন সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ শার্শার জিবলী তলা ও চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২১০বোতল ফেনসিডিলসহ ১টি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। তিনি বলেন এ ব্যাপারে মামলা হয়েছে। মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।