13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে লিডার্সের সবজি বীজ ও জৈবসার বিতরণ

Rai Kishori
May 19, 2020 11:42 am
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলার ১৮০ টি পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে লিডার্স এনজিও এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে লিডার্সের মাঠ পর্যায়ে সংগঠিত ১২ টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ১৮০ পরিবারের জন্য সবজি বীজ ও জৈবসার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান।

লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দাতাসংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় উপকূলীয় আশাশুনি উপজেলার আশাশুনি ও শোভনালী ইউনিয়নে “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতাধীন ১৮০ টি দরিদ্র কৃষক পরিবারে ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টি কুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশা সবজি বীজ এবং প্রয়োজনীয় জৈবসার বিতরণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ফরহাদ আহম্মেদ নয়ন ও লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।

http://www.anandalokfoundation.com/