“স্মার্ট ভূমি সেবা” নিশ্চিতকরনের লক্ষে ভিপি সম্পত্তি ও চান্দিনা ভিটির দ্রুত লিজ নবায়ন এবং অবৈধ ভোগদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিতে তাৎক্ষনিক লিজ নবায়ন সেবার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাহিলাড়া বাজারে সেবার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, লিজ নবায়ন সেবার মাধ্যমে সরকারি স্বার্থ যেমন সুরক্ষিত হবে, তেমনি জনসেবার মান উন্নয়ন হবে। পাশাপাশি সরকারি ভূমি অবৈধ ভাবে দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রকাশ চন্দ্র বাড়ৈ, সার্ভেয়ার সিরাজুল ইসলাম প্রমূখ।