মহামারী করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালের প্রথম প্রান্তিকে ৪৬ শতাংশ লভ্যাংশ হারিয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্ট সিটি ব্যাংক গ্রুপ। প্রতিষ্ঠানটি খেলাপি হওয়া ঋণের কারণে এ ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বিশ্বের সব চেয়ে বেশি ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংকটির নতুন দুশ্চিন্তা করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হারানো জনবল নিয়ে।
কারণ ক্রেডিট কার্ডধারী চাকরিজীবীদের লেনদেন নিয়ে নতুন জটিলতা দেখা দেয়ার আশঙ্কা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
গত বছর যেখানে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অনাদায়ী ঋণের পরিমাণ ছিল প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার সেখানে এ বছরের প্রথম ৪ মাসেই দাঁড়িয়েছে ৭শ’ কোটি মার্কিন ডলারে। এতে প্রতিষ্ঠানটির লভ্যাংশ কমেছে ৪৬ শতাংশ।
গত বছরের অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলো সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল।