14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে এই যুদ্ধের ইতি টানতে পারে -ট্রাম্প

ডেস্ক
August 19, 2025 5:13 am
Link Copied!

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়। তবে রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে এই যুদ্ধের ইতি টানতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে রেখে এসব কথা বলেন তিনি।

লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এই বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন জেলেনস্কি ছাড়াও ইউরোপের বিভিন্ন মিত্র দেশ, ইউরোপীয় কমিশন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসছেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প।

এর আগে, জেলেনস্কি ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১টায় হোয়াইট হাউসে পৌঁছালে তাকে স্বাগত জানান ট্রাম্প। পরে ওভাল অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করেন-ইউক্রেন ও রাশিয়ার মধ্যে  প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হবে কি না? জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে, আপনার যুদ্ধবিরতি দরকার। এটা হলো ভালো। কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয়। কৌশলগত কারণে একটি দেশ বা অন্য দেশটি যুদ্ধবিরতি নাও চাইতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য বস্তুত গত শুক্রবার পুতিনের সঙ্গে তার বৈঠকের আগের অবস্থান থেকে পুরোপুরি ভিন্ন। ওই বৈঠকে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, দ্রুতই তিনি যুদ্ধবিরতি চান। এতে রাজি না হলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছিলেন।

এর আগে, গত শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘণ্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। ওই বৈঠকে কীভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের ইতি টানতে পারে।