13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দু’জন গুলিবিদ্ধ, ৩ কেন্দ্রে নির্বাচন স্থগিত

admin
March 22, 2016 9:58 am
Link Copied!

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নে গভীর রাতে ৫০/৬০ জন অস্ত্রধারী দূবৃর্ত্ত  ৩ কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসার সহ সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট বই নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। এসময় পুলিশের গুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে ঘটনার বিবরণে এলাকাবাসী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ কুমার হালদার জানান, সোমবার দিনগত রাত ১ টার দিকে ৬০/৭০ জনের সশস্ত্র দূবৃর্ত্তরা মোটর সাইকেলযোগে মুখে কালো কাপড় বেঁধে কুমিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে সেখানে কর্তব্যরত সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ টি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মেরে পার্শ্ববতী অভয়তলা ভোট কেন্দ্রে ঢুকে একইভাবে সবকটি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মেরে চলে যায়।

এদিকে ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মোঃ নাহিদ পারভেজ ও পুলিশ কর্মকর্তা আনারুল ইসলাম জানান, রাত ৪ টার দিকে ৫০/৬০ জনের অস্ত্রধারী দূবৃত্ত ভোট কেন্দ্রে ঢুকে সবকটি ব্যালট বইতে নৌকা প্রতীকে সিল মারার সময় পুলিশের গুলিতে আব্দুল কুদ্দুস (৪৪) ও তার ভাইপো রুবেল শেখ (২৬) গুলিবিদ্ধ হয়। ঐ রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রিজাইডিং কর্মকর্তারা ঐ তিন কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন।

http://www.anandalokfoundation.com/